বাঙালী হিন্দুর বর্ণভেদ – নীহাররঞ্জন রায়
Bangali Hindur Barnaved – Niharranjan Ray
“বর্তমান নিবন্ধে আমি বাঙালী হিন্দুর বর্ণভেদের গোড়ার কথা বলিতে চেষ্টা করিয়াছি। বলা বাহুল্য, আমার দৃষ্টি ঐতিহাসিকের, এবং ঐতিহাসিক বিচার ও যুক্তি-পদ্ধতি অনুযায়ী সে-সব সাক্ষ্যপ্রমাণ গ্রাহ্য আমি যথাসম্ভব তাহাই ব্যবহার করিয়াছি। বিষয়টি জটিল, উচ্চতর বর্ণসমাজে আচরিত এবং প্রচলিত ধারণ ও বিশ্বাস ইহাকে জটিলতর করিয়াছে। তৎসত্ত্বেও আমার জ্ঞানবুদ্ধি অনুযায়ী ঐতিহাসিক সত্য অবিকৃতভাবে উপস্থিত করিতে চেষ্টা করিয়াছি এই বিশ্বাসে যে আমার দেশবাসী স্বচ্ছ ও নির্মোহ দৃষ্টি লইয়া এই জটিল সমস্যাটি বুঝিতে চেষ্টা করিবেন।”
বিশ্বভারতী গ্রন্থালয়, কলিকাতা
প্রকাশক – শ্রী পুলিনবিহারী সেন
ভাদ্র, ১৩৫২
সাইজ – ৫ মেগাবাইট
ডাউনলোড লিঙ্ক –
ডাউনলোড বাঙালী হিন্দুর বর্ণভেদ - নীহাররঞ্জন রায়
ডাউনলোড করা হয়েছে : 3378 বার
Leave a Reply